ভাঁজ করা যাবে আইফোন
বর্তমানে সবার কাছে আইফোন দেখা যায়।এই আইফোন এর বিভিন্ন ফিচার আছে যা আমাদের অন্যন মোবাাইল ফোন থেকে আলাদা এবং এর অপারেটিং সিস্টেমও ভিন্ন।তবে যে আইফোন গুলো ক্লোন সেগুলোর মাঝে এ্যাড্রয়েট অপারেটিং সিস্টেম ব্যবহার কারা হয়।
অ্যাপল প্রযুক্তির সাথে এবার নিয়ে এলো ভাঁজ করা যাবে এমন একটি আইফোন এই অ্যাপল পুরোপুরি নতুন নকশার তৈরি করা হবে।আর এই প্রযুক্তি নিয়ে আসছে অ্যাপল, ওয়াল স্ট্রিট নামক একটি প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছেন।
তারপর এশিয়ার বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে এক বিবৃতিতে ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ-এর এক জন জ্যেষ্ঠ বলেন, আশা করা যায় এ বছরের শেষে আসতেছে এমন ফোনগেুলোতে ওলেড সংস্করণের জন্য তেমন কোন পরিবর্তন আসবে না।
এবার ভাঁজ করা যাবে যে আইফোনটি সেটি নিয়ে কাজ চলছে বলে জানা যায়। এবং এ নিয়ে সরবরাহকারীদের সঙ্গে কাজ চলছে।ভাঁজ করে এটি সহজে পকেটে রাখা যাবে এবং ভাঁজ খুলে এটি ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।আশা করা যায় এটি ২০২০ সালে মার্কেটে আসবে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন