ঔষধ কেনার সময় প্রতারনার স্বীকার না হতে চাইলে এই পোষ্ট টি আপনার জন্য।
কোন ওষুধ এর কি দাম তার বিস্তারিত জানুন।সকলকে জানাই সালাম/নমষ্কারকেমন আছেন সকলে আসা করি ভালই। আমি সবসময় মুভি বিষয়ক পোষ্ট করি আজ ব্যাতিক্রম কিছু শেয়ার করব আপনাদের মাঝে। বেশি কথা বলব না। কাজে চলে যাচ্ছি আমি।আমি একটা বিষয় নিয়ে গত সপ্তাহ ধরে চিন্তা করতে করতে, সে ব্যাপারে ইন্টারনেট ঘাটতে শুরুকরলাম এবং তার সমাধানও পেয়ে গেলাম । তাই বিষয়টা শেয়ার করলাম সবার সাথে ।
আমরা সাধারণ ভোক্তারা ভোগ্যপণ্য এর দাম মোটামুটি ভাবে জানলেও, আমরা যখন রোগে ভোগী তখন আমরা সাধারণ মানুষেরা ঔষধ কিনতে সাধারন ফার্মাসি গুলোতে ভীর জমাই কিন্তু ফার্মাসিস্ট রা ঔষধের মূল্য যা চায় তাই আমাদের কে দিয়ে আসতে হয় । কারণ আমাদের ঔষধের মূল্য সম্পর্ক ধারনা নেই ।
এই সুযোগে ফার্মাসিস্ট রা ঔষধের মূল্য যদি হয় 100 টাকা সেখানে তারা হুদাই হুটহাট ক্যালকুলেটর টিপে দাম শোনায় 700 টাকা।


প্রতারণার স্বীকার হতে হয়েছে আমাকেও ।
আমরা সাধারণ মানুষেরা যা ভুলেও বুঝতে পারিনা ।
তাই আমি এই বিষয় টাকে একটু হ্যান্ডল করতে একটা ট্রাস্টেড সমাধান পেয়ে গেলাম ।
সেটা হলো একটা ওয়েবসাইট ….
ওয়েবসাইট এর লিংক এবং অ্যাপ লিংক আমি নিচে দিয়ে দিছি।
এই ওয়েবসাইট এ গিয়ে শুধু ঔষধের নাম লিখে সার্চ করলেই ঐ ঔষধের সমস্ত ইনফরমেশন বের হয়ে আসবে । যেমন : ঔষধ কম্পানি, কি কি মেডিসিন দ্বারা তৈরী, কার্যকারীতা, এক প্যাকেটে বা বক্সে ঔষধের সংখ্যা, প্যাকেটে বা বক্সে ঔষধের ইউনিট প্রাইস বা খুচরা মূল্য ।
ঔষধের ডোস বা সেবন বিধী, সাইড এফেক্ট ও আরো ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন ।
ওয়েবসাইট ডাইরেক্ট লিংক
অ্যাপ ডাইরেক্ট লিংক
Screenshot



কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন