Responsive Ad Slot

Latest

জানা অজানা

গাড়ির ব্রেক ফেল হলে করণীয়

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

/ by এ বি এস বাংলা নিউজ



গাড়ির ব্রেক ফেল হলে করণীয়


ব্রেক ফেল মানেই কি ভয় পেতে হবে? আসলেই কি ব্যাপার টা এতোখানি ভয়ের? একটু সতর্ক থাকলেই বিষয়টি সহজে মোকাবিলা করা যায়। প্রথমেই মাথায় রাখুন, গাড়ি ব্রেক ফেল হল অতি সাধারণ একটি সমস্যা।
● প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠাণ্ডা করে ফেলুন সবার আগে।
● এর পরে অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন।
● ব্রেকে প্রেসার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন।
● গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে। এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।
● রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরও কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।
● এইভাবে গতি অনেকটা কমে এলে পুকুর, নদী বা ব্রিজ এড়িয়ে বালি বা ঝোপের মতো কোথাও গাড়িটি ভিড়িয়ে দিন।
● অবশ্যই সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো শুরু করবেন। আর ব্রেক ফেল করলে যত বেশি সম্ভব হর্ন দিন।
● ৪ টি ইন্ডিকেটর বা ইমার্জিন্সি লাইট অন করে দিন যাতে মানুষ বুঝতে পারে আপনি সমস্যায় আছেন।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro