আল্লাহ কোথায় রেখেছেন সেই পাথরের ঝাঁক? পর্ব-৩।
আলহামদুলিল্লাহ! অবশেষে দীর্ঘ দুসপ্তাহের পরিশ্রমের ফসল হিসেবে "আল্লাহ কোথায় রেখেছেন সেই পাথরের ঝাঁক?" এর ৩য় পর্ব আপলোড করা হল।
বিগত দুই পর্বে মহান আল্লাহর ঘোষণাকৃত সাবধান বাণীর মাধ্যমে তার সৃষ্ট যে বিশাল পাথর রাজ্য তিনি মজুদ রেখেছেন তার খোজ নিতে গিয়ে আমরা এস্টরয়েড বেল্ট এবং কাইপার বেল্ট সম্বন্ধে বিষদভাবে জেনেছি।
এই পর্বে আমরা এস্টরয়েড বেল্ট ও কাইপার বেল্টের চাইতে লক্ষগুণ বড় ওপিক ওর্ট ক্লাউড সম্বন্ধে বিশদভাবে জানব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি ও ক্ষমতাকে আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যতটুুকু সম্ভব ধারণা করার চেষ্টা করবো যদিও বা মহান আল্লাহর ক্ষমতা বা সৃষ্টি জগৎকে অনুধাবন করার উপযুক্ত নয় মানব মস্তিষ্ক।
তথাপী তাক্ওয়া অর্জনের জন্য এবং আমাদের ঈমাণকে বৃদ্ধি করতে এই ভিডিও সহায়ক হবে বলে আমরা আশা করছি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন