Responsive Ad Slot

Latest

জানা অজানা

সাজেক ভ্যালী-কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন?

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

/ by এ বি এস বাংলা নিউজ


সাজেক ভ্যালী-কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন?


প্রকৃতির অপার সৌন্দর্যের আঁধার আমাদের মাতৃভূমি রূপসী বাংলা । রূপের অপার সৌন্দর্যের সাঁজে সেজে আছে বাংলা মা । আমরা সৌন্দর্যের খোঁজে ছুটে বেড়াই বিশ্বের বিভিন্ন দেশে । কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের দেশের সৌন্দর্য তাদের চেয়ে কোন অংশে কম নয় ।চারপাশে মনোরম পরিবেশ আর পাহাড়ি সারি তুলোর মত মেঘের ভ্যালি আপনাকে করবে মুগ্ধ।সাজেকে এমনই আশ্চর্য্য জনক জায়গা খোনে একই দিনে প্রকৃতির তিন রকম রুপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত।যা আপনার সুন্দর একটি স্মৃতি হয়ে কল্পনায় গেঁথে থাকবে ।সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালী চোখে পড়ে ।

 বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন; যার আয়তন ৭০২ বর্গমাইল। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।


যেভাবে যাবেন সাজেক ভ্যালীঃ
ঢাকা থেকে সেন্টমার্টিন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন ও অন্যান্য পরিবহনের বাসে খাগড়াছড়ি (Khagrachari) যেতে পারবেন। ভাড়া পড়বে ৫২০ টাকা। এ ছাড়া সরাসরি দীঘিনালা যেতে চাইলে শান্তি পরিবহনের বাস যায়।সর্বনিম্ন ভাড়া ৫৮০ টাকা হতে পারে এবং সর্বোচ্চ ভাড়া ১১০০ টাকা হতে পারে। আর এগুলো দুটি-ই এসি-নন এসি সার্ভিস চালু আছে এছাড়াও বিআরটিসি (BRTC) ও সেন্টমার্টিন পরিবহনের এসি বাস খাগড়াছড়ি যায়।

সম্ভাব্য পরিবহন এর যোগাযোগ ফোন নাম্বারঃ

সেন্টমার্টিন পরিবহন (Saint Martin Paribahan)

আরামবাগ ০১৭৬২৬৯১৩৪১ , ০১৭৬২৬৯১৩৪০ ।

খাগড়াছড়ি ০১৭৬২৬৯১৩৫৮ ।

শ্যামলী পরিবহন – আরামবাগঃ ০২-৭১৯৪২৯১ ।

কল্যাণপুরঃ ৯০০৩৩৩১ , ৮০৩৪২৭৫ ।

আসাদগেটঃ ৮১২৪৮৮১ , ৯১২৪৫৪ ।

দামপাড়া (চট্টগ্রাম) ০১৭১১৩৭১৪০৫ , ০১৭১১৩৭৭২৪৯ ।

শান্তি পরিবহন – আরামবাগ ( ঢাকা ) – ০১১৯০৯৯৪০০৭ । অক্সিজেন(চট্টগ্রাম) ০১৮১৭৭১৫৫৫২ ।

চট্টগ্রাম থেকেও খাগড়াছড়ি যেতে পারবেন। 

BRTC এসি বাস (চট্টগ্রাম) 

কদমতলীঃ ০১৬৮২৩৮৫১২৫ । 
খাগড়াছড়িঃ ০১৫৫৭৪০২৫০৭ ।

খাগড়াছড়ি থেকে জীপ গাড়ি (লোকাল নাম চান্দের গাড়ি) রিজার্ভ নিয়ে একদিনে সাজেক ভ্যালী ঘুরে আসতে পারবেন। ভাড়া নিবে ৮৫০০-১০০০০ টাকা। এক গাড়িতে ১৫ জন বসতে পারবেন। লোক কম হলে শহর থেকে সিএনজি নিয়েও যেতে পারবেন। ভাড়া ৪০০০-৫০০০ টাকার মতো নিবে।

এবার কোথায় খাবেনঃ

খাগড়াছড়ি শহরের কাছেই পানখাই পাড়ায় ঐতিহ্যবাহী সিস্টেম রেস্তোরার (System Restaurant) অবস্থান রয়েছে যেখানে আপনার পছন্দ মত বেছে নিতে পারেন।। এবং খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার খেতে পারবেন পছন্দ মত।তাছাড়া আপনি সাজেকের খেতে হলে রুন্ময় রিসোর্ট খেতে পারবেন।এবং সেখানে সাজেক রিসোর্টে থাকলে ওখানেও খাওয়া যায়। এবং তা ছাড়া রুইলুই ও কংলক পাড়াতে আদিবাসিদের সাথে খাওয়া যায়। এ জন্যে অবশ্য আপনাকে আগে থেকে বলে দিতে হবে কজন খাবেন, কি খেতে চান এসব।এজন্য আপনকে আগে থেকে বলে রাখতে হবে।

এবার কোথায় থাকভেনঃ

১) সাজেক সাজেক রিসোর্ট

এটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রিসোর্ট।যোগাযোগঃ ০১৮৫৯০২৫৬৯৪ / ০১৮৪৭০৭০৩৯৫।


এছাড়াও রয়েছেঃ


রুন্ময় রিসোর্ট – এটি সাজেকে অবস্থিত।

যোগাযোগঃ ০১৮৬২০১১৮৫২।

আলো রিসোর্ট – এটি সাজেকের একটু আগে রুইলুই পাড়াতে অবস্থিত।

যোগাযোগঃ ০১৮৬৩৬০৬৯০৬ ও ০৩৭১-৬২০৬৭।

আদিবাসীদের ঘরে – এ ছাড়া চাইলে আদিবাসীদের ঘরেও থাকতে পারবেন। 

যোগাযোগঃ মাখুমা – ০১৫৫৩০২৯৬১৭।


ইমানুয়েল রিসোর্ট – এটিতে ৮ টি রুম আছে। সবগুলো কমনবাথ। 
যোগাযোগ: ০১৮৬৫৩৪৯১৩০, ০১৮৬৯৪৯০৮৬৮।

মেয়ে বা পরিবারের জন্য একটি আদর্শ রিসোর্ট নয়।

২) দীঘিনালা দীঘিনালা গেস্ট হাউজঃ

এটি দীঘিনালা শহরের বাস স্ট্যান্ডের উল্টো পাশে অবস্থিত। এটি দীঘিনালার আবাসিক হোটেল গুলোর মধ্যে একটু মানসম্মত।

যোগাযোগঃ নূর মোহাম্মদ(ম্যানেজার) – ০১৮২৭৪৬৮৩৭৭।

৩) খাগড়াছড়ি পর্যটন মোটেল

এটি শহরে ঢুকতেই চেঙ্গী নদী পার হলেই পরবে। যোগাযোগঃ ০৩৭১-৬২০৮৪৮৫ ।

এছাড়াও রয়েছেঃ
হোটেল ইকো ছড়ি ইন – খাগড়াপুর ক্যান্টর্মেন্ট এর পাশে পাহাড়ী পরিবেশে অবস্থিত। যোগাযোগঃ ০৩৭১-৬২৬২৫ , ৩৭৪৩২২৫।

হোটেল শৈল সুবর্ন – ০৩৭১-৬১৪৩৬ , ০১১৯০৭৭৬৮১২ ।

হোটেল জেরিন – ০৩৭১-৬১০৭১ ।

হোটেল লবিয়ত – ০৩৭১-৬১২২০ , ০১৫৫৬৫৭৫৭৪৬ , ০১১৯৯২৪৪৭৩০ ।

হোটেল শিল্পী – ০৩৭১-৬১৭৯৫ ।

চাঁদের গাড়ির জন্যে যোগাযোগঃ

গাড়ির ড্রাইভার যোগাযোগঃ

নূর আলম – ০১৮২০৭৩২০৪৩,

রাজ – ০১৮২০৭৪১৬৬২, ০১৮৪৯৮৭৮৬৪৯,

হানিফ – ০১৮২৮৮২৯৯০৮,

মিধল – ০১৮৬৭১৩৫২১৪,


শিবু- ০১৮২০৭৪৬৭৪৪ ।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro