বিবি ক্রিম নারীদের সৌন্দর্য বিশেষ কিছু ।
বিবি ক্রিম
বিবি ক্রিম হল এক ধরণের বিউটি ক্রিম । এরা অনেক ধরণের কাজ করে আপনার ত্বকে। কারণ এটি হল অনেক কিছুর সংমিস্রন যেমন -ময়েসচাইজার,প্রাইমার, সানস্ক্রিন, এবং সামান্য পরিমাণ ফাউন্ডেশান । এটি আপনার ত্বকের ভারী কোন দাগ লুকাবে না কিন্তু, আপনার ত্বকে একটি সুন্দর মসৃণ ভাব এনে দেবে খুব মেকআপ ছাড়াই । এর কারণ হল বিবি ক্রিমের অনেক কাজ করার ক্ষমতা আপনার ত্বকে।
আর এই ক্রিম আসেছেই আজকের ব্যস্ত নারীদের সুবিধার জন্য যার আসলেই সারাক্ষন অনেক বেশী ব্যস্ত থাকেন। আমি নিজে এই বিবি ক্রিমের ভীষণ ভক্ত আর বাংলাদেশের শপিং মলের প্রসাধনী পণ্যের খোঁজে গেলে এটি আমি খুঁজে আনবই । আপনি যদি এখন আপনার ত্বকের জন্য উপযুক্ত কোন বিবি ক্রিম খুঁজে না পান তবে নীচের তথ্য থেকে এটি সম্পর্কে জানতে পারবেন।
বিবি ক্রিম আসলে কি?
বিবি ক্রিম মটেই নুতন কিছু না। কিন্তু বিবি ক্রিম আসলে কি? ত্বক বিসেশজ্ঞ সাং জে জাং আর বিবি ষ্ট্যাপেল এর প্রতিষ্ঠাতা ডক্টর জার এর মতে- বিবি ক্রিম হল সেটাই যা আপনার ত্বক কে ময়েসচারাইজ্ করে, রক্ষা করে আর ঠিক করে। এটা হল আপনার ত্বক ঠিক করার জন্য সব কিছু একটির মধ্যে।
বিবি ক্রিম কিভাবে ফাউন্ডেশান আর ময়েসচারাইজার থেকে ভিন্ন? জাং বলেন যে, ময়েসচারাইজার হল আপনার ত্বক আদ্র করে তোলে আর আপনার ত্বকে একটি মিনিমাম লেভেল কভারেজ দেয় আর ফাউন্ডেশান হল আপনার ত্বকের পিগমেনটেসান এ ঢেকে দেয়ার একটি আস্তরন বিশেষ। আর বিবি ক্রিম আপনাকে দেবে এসপিএফ, এন্টিঅক্সিডেন্ট এবং আপনার পছন্দ অনুযায়ী আপনার ত্বক উন্নত করার অন্য উপাদান সমুহের সংমিশ্রণ ।
বিবি ক্রিমবিবি ক্রিম আসলে – ব্লেমিস বাম
বিবি ক্রিম এশিয়ায় আমদানিকৃত আর গত দুই বছরে এটি ফ্যাসান জগতে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে । বিবি ক্রিম আপনার ত্বকে অতিরিক্ত সুরক্ষা দেবে যেমন এসপিএফ ও এন্টিঅক্সিডেন্ট দিয়ে । তবে আপনি কোন ব্র্যান্ড কিনেছেন তার উপর নির্ভর করে। এটি ফাউন্ডেশান এর চেয়ে হালকা কিন্তু ময়েসচারাইজার থেকে ভারী।
বিবি ক্রিমের উপাদান গুলি সিরাম এর মতই কার্যকরী তবে আপনাকে সতর্ক থাকতে হবে যে বিবি ক্রিমে যেন পর্যাপ্ত পরিমানে সূর্য রশ্মির থেকে সুরক্ষা উপাদান থাকে ।
গার্ণীয়ার স্কিন ন্যাচারাল বিবি ক্রিম-মিরাকল স্কিন প্রটেক্টর ১৮ গ্রাম রিভিউ নিয়ে শীঘ্রই অনেক তথ্য আপনাদের জানাবো
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন